নিউজসুপার কলকাতা, ২০ জানুয়ারি ২০২৬:
ভারতীয় রেল ট্রাফিক সার্ভিস (IRTS)-এর ২০০৯ ব্যাচের আধিকারিক শ্রী সুনীল কুমার মাহালা পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (Sr. DCM) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রেল পরিচালনা ও বাণিজ্যিক ব্যবস্থাপনায় শ্রী মাহালার দীর্ঘ ও বহুমুখী অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন। শিয়ালদহ ডিভিশনে যোগদানের পূর্বে তিনি নিম্নলিখিত পদগুলিতে কর্মরত ছিলেন:
সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (Sr. DCM), আজমের ডিভিশন (১.৫ বছর)
সিনিয়র ডিভিশনাল অপারেশনস ম্যানেজার (Sr. DOM), বিকানের ডিভিশন (৪ বছর)
অতিরিক্ত রেজিস্ট্রার, রেলওয়ে ক্লেইমস ট্রাইব্যুনাল (RCT), জয়পুর (২ বছর)
প্রেজেন্টিং অফিসার, ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (জি), পূর্ব রেল
নিজের কর্মজীবনে শ্রী মাহালা দক্ষতা বৃদ্ধি, যাত্রী পরিষেবার মানোন্নয়ন এবং নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছেন। তিনি বিভিন্ন ডিভিশনে বাণিজ্যিক কর্মক্ষমতা উন্নত করা ও যাত্রীদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নয়নের লক্ষ্যে একাধিক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তাঁর বহুমুখী অভিজ্ঞতা, প্রমাণিত নেতৃত্বগুণ এবং যাত্রী-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি শিয়ালদহ ডিভিশনের সার্বিক উন্নয়নে বিশেষভাবে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।








