নিউজসুপার, তানিয়া কুণ্ডু
কলকাতা, ১৫.০৯.২০২৫:
লেভেল ক্রসিং গেটে প্রায়শই দেখা যায় যে অস্থির সড়কযান চালকেরা গেট ভেঙে চলে যান বা গেট নামানোর সময় যানজট সৃষ্টি করেন। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ শুধু ট্রেন চলাচলের সময়নিষ্ঠাকে ব্যাহত করে না, বরং সড়কপথেও অযথা যানজট তৈরি করে, যার ফলে সড়কযানগুলিও দেরি করে।
শিয়ালদহ বিভাগের লেভেল ক্রসিং গেটগুলোতে প্রায়ই দেখা যায় সড়কযান চালকেরা গেটম্যানের কাজকে বাধাগ্রস্ত করেন, যখন গেটম্যান গেট নামানোর চেষ্টা করছেন। এমনকি ছোট গাড়ি ও পথচারীরাও অনেক সময় বন্ধ বা বন্ধ হওয়া অবস্থায় জোর করে লেভেল ক্রসিং পার হতে যান, যা ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করে। তাই শিয়ালদহ বিভাগ—সড়কযান মালিক, পথচারী, রিকশাচালক সহ সকলকে—আহ্বান জানাচ্ছে যে গেট বন্ধ অবস্থায় বা বন্ধ হওয়ার সময়, Buzzer বাজার সময় কিংবা লাল সিগন্যাল জ্বলতে থাকা অবস্থায় জোর করে লেভেল ক্রসিং পার হবেন না।
যদি কোনো সড়ক ব্যবহারকারী কর্তব্যরত গেটম্যানকে সঠিক সময়ে গেট বন্ধ করতে বাধা দেন বা গেট বন্ধ অবস্থায় জোর করে প্রবেশ করেন, তবে সেই কাজ রেলওয়ে অ্যাক্টের অধীনে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
লেভেল ক্রসিং-এ সকল সড়ক ব্যবহারকারীর মনে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক:
গেট নামতে শুরু করলে কখনোই ট্র্যাক পার হওয়ার চেষ্টা করবেন না।
কোনো অবস্থাতেই বন্ধ বা বন্ধ হওয়া গেট ভেঙে, উপেক্ষা করে বা পাশ কাটিয়ে যাবেন না।
সতর্ক সংকেত ও সিগন্যালের প্রতি সর্বদা সজাগ থাকুন এবং গেট পুরোপুরি খোলা হওয়া ও স্পষ্ট সংকেত পাওয়ার পরেই পার হোন।
লেভেল ক্রসিং-এ নিরাপত্তা বিধি লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
উল্লেখযোগ্য যে, পূর্ব রেল, শিয়ালদহ বিভাগ সময়ে সময়ে বিভিন্ন লেভেল ক্রসিং গেটে সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছে যাতে মানুষ নিরাপদ পারাপারের নিয়মগুলি সম্পর্কে সচেতন হন। এই প্রচারের মূল উদ্দেশ্য হলো নিয়ম ভঙ্গের বিপদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক করা এবং ট্রেনের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক নিয়ম মানার ওপর জোর দেওয়া। শিয়ালদহ বিভাগ আবারও সকলকে অনুরোধ জানাচ্ছে লেভেল ক্রসিং-এ নিরাপত্তা ও ট্রাফিক নিয়ম কঠোরভাবে মেনে চলার জন্য, যা রেল ও সড়ক উভয় চলাচলের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সহায়ক হবে।