নিউজসুপার :Tax Advocates’ Association Of Bengal এর ২০তম প্রতিষ্ঠা দিবস পালিত হল ১১ ও ১২ ই ডিসেম্বর ২০২৫ (দুদিন ব্যাপী) পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের Safron Valley তে । পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ আইনজীবী এই অনুষ্ঠানে যোগদান করেন। প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ আকর্ষন ছিল আদিবাসী নৃত্য (দামসা) ও পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্য । দ্বিতীয় দিনে ছিল সেমিনার। প্রধান অতিথি ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সৌমিত্র পাল ও বিশেষ অতিথি বাঘমুন্ডির বিধায়ক শ্রীসুশান্ত মাহাতো, মঞ্চে আরও উপস্থিত ছিলেন সভাপতি এস কে তুলসীয়ান, সম্পাদক শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে কর সংক্রান্ত বিষয়ে ও সংশ্লিষ্ট সেমিনারের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। বিশেষ অতিথি বাঘমুন্ডির বিধায়ক রাজনৈতিক ঊর্ধ্বে এসে এই ধরণের বেশি সংখ্যক সেমিনারের মাধ্যমে আইনজীবী ও সাধারণের মধ্যে কর সচেতন করার কথা বলেন এবং তাতে আর্থিক কোষাগার বাড়বে আর দেশের সার্বিক উন্নতি ঘটবে। সেজন্য Taab এর উদ্যোগকে ভুয়সী প্রশংসা করেন। সম্পাদক শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় ২০ তম প্রতিষ্ঠা দিবসে সংগঠনটি কিভাবে ধীরে ধীরে এই জায়গায় পৌঁছেছে তার বিবরণ তুলে ধরেন। সেমিনার ছাড়া প্রতি বৎসরে প্রতিষ্ঠা দিবসে সম্মানীয় আইনজীবি শ্রী অনুপ কুমার ঘোষ( কলিকাতা), শ্রী অশোক কুমার রায়( আসানসোল), শ্রী কৃষ্ণ কুমার রাঠী ও শ্রী মোহন লাল চৌবে কে ট‍্যাব সম্মান দিয়ে সম্মান জানান হয়।সাথে সাথে নবীন আইনজীবী দেরও অভ্যর্থনা প্রদান করা হয়। আজ অবধি সদস্য সংখ্যা প্রায় ১৫৫০ । ইনকাম ট‍্যাক্স ও জি.এস. টির ওপর সারাদিন ব‍্যাপী সেমিনারে বহু বিশিষ্ট বক্তা উপস্থিত ছিলেন।শ্রী বিনোদ কুমার রাঠী, শ্রী দীপক সাউ, উবেদুল্লা খান, শিবরাম কর্মকার, গৌরী শঙ্কর খান , দেবাশিষ মুখার্জি ও পুরুলিয়া ট‍্যাক্স বার এ‍্যাসোসিয়েশন এর সকল সদস‍্য রা এগিয়ে এসে এই সেমিনারকে সাফল্য মন্ডিত করায় বড় ভূমিকা নেয়।জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।