নিউজসুপার কলকাতা, ২৬ নভেম্বর ২০২৫
পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ আজ যথাযথ মর্যাদা, শপথবদ্ধতা ও দেশপ্রেমের আবেগে সংবিধান দিবস পালন করেছে। শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা একটি বিশেষ প্রস্তাবনা পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন, যেখানে সমগ্র উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করে শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানটি শিয়ালদহের ডিভিশনাল নিউ মিটিং হলে অনুষ্ঠিত হয় এবং এতে এডিআরএম-রা, বিভিন্ন শাখার আধিকারিক এবং বিপুল সংখ্যক রেলকর্মী অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠান ছিল ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব—এই সংবিধানের মৌলিক মূল্যবোধের প্রতি রেলকর্মীদের অঙ্গীকারের পুনঃপ্রতিশ্রুতি।

ডিআরএম শ্রী সাক্সেনা তাঁর ভাষণে ২৬শে নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন—১৯৪৯ সালের এই দিনে গণপরিষদ ভারতের সংবিধান গৃহীত করে। তিনি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্য, বিশেষত জনসেবা-মূলক প্রতিষ্ঠান হিসেবে রেলওয়ের কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করেন।