নিউজসুপার,কলকাতা, ২৮ ডিসেম্বর, ২০২৫:
টিকিট কাটার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং যাত্রীদের ভ্রমণ আরও আরামদায়ক ও মসৃণ করতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন শিয়ালদহ-বারাসাত সেকশনে ফের একটি বিশেষ টিকিট পরীক্ষা অভিযান চালায়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (Sr. DCM) জাসরাম মিণা।
এই অভিযান চলাকালীন, বিনা টিকিটে বা অনিয়মিতভাবে ভ্রমণের জন্য ২৮২ জন যাত্রীকে ধরা হয়। এর পাশাপাশি ৯৪টি বুকিং না করা লাগেজ এবং ৩৩টি থুতু ফেলার ঘটনা শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে মোট ৪০৯টি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং জরিমানা বাবদ মোট ১,০৫,৫৯০ টাকা আদায় করা হয়েছে।
এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল যাত্রীদের বৈধ টিকিট কেনার গুরুত্ব বোঝানো এবং নিজেদের সুবিধা ও নিরাপত্তার স্বার্থে রেলের নিয়মকানুন মেনে চলতে উৎসাহিত করা।
শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে সমস্ত যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে তারা যেন সর্বদা সঠিক টিকিট নিয়ে ভ্রমণ করেন এবং একটি সুশৃঙ্খল ও আনন্দদায়ক ভ্রমণের পরিবেশ বজায় রাখতে রেল কর্তৃপক্ষকে সহযোগিতা করেন।









