নিউজসুপার :“Operation Nanhe Fariste” অভিযানে এক কিশোরীকে উদ্ধার করে, দুই পাচারকারী গ্রেফতার*
শিয়ালদহ, ৬ জুলাই, ২০২৫ :
শিয়ালদহ রেলওয়ে স্টেশনে রেল সুরক্ষা বাহিনী (RPF)-এর অসাধারণ তৎপরতা ও সমন্বিত প্রচেষ্টার ফলে একটি গুরুতর মানব পাচারের চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। “Operation Nanhe Fariste”-এর আওতায় একটি ১৬ বছরের কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং দুই মহিলা পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ শ্রী এম. কে. সিংহ, Sr.DSC-এর দক্ষ নেতৃত্ব ও শ্রী রাজীব সাক্সেনা, DRM/শিয়ালদহ-এর প্রেরণাদায়ক দিশানির্দেশে সম্ভব হয়েছে।
৪ জুলাই, ২০২৫ তারিখে শিয়ালদহ মেন পোস্টের অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট (AHTU)-এর একটি দল রুটিন চেকিং-এর সময় প্ল্যাটফর্ম নম্বর ১২-তে একজন ভীত-সন্ত্রস্ত কিশোরীকে একা বসে থাকতে দেখে সন্দেহজনকভাবে তার সঙ্গে কথা বলে। জিজ্ঞাসাবাদে কিশোরী সাহানী পারভিন জানায়, সে ক্যানিং থেকে দিল্লিতে একটি ভালো চাকরির লোভ দেখিয়ে আনা হয়েছে। এক আত্মীয়ার মাধ্যমে এক অচেনা মহিলার হাতে তুলে দেওয়া হয়েছিল, তার মা-বাবার সম্মতিতেই। এই চক্র সাধারণত অসহায় ও দরিদ্র পরিবারগুলিকে টার্গেট করে।
রেল সুরক্ষা বাহিনী তৎক্ষণাৎ প্রথম পাচারকারিণী, আকলিমা খাতুন মোল্লা (৪৭)-কে শনাক্ত করে গ্রেফতার করে। তার জবানবন্দিতে উঠে আসে, সে সাহানীকে আরেক পাচারকারিণী মারিয়ম বিবি (৩৯)-র হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যিনি সাহানীকে ট্রেন নং ১২৩৭৯ এক্সপ্রেসে তুলে দিল্লি নিয়ে যেতেন। মারিয়ম বিবিকেও দ্রুত গ্রেফতার করা হয়। তদন্তে মারিয়ম স্বীকার করেন, সে একজন ‘ট্রান্সপোর্টার’ হিসেবে কাজ করছিল এবং সাহানীকে দিল্লিতে এক “নাসির” নামে ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, যেখানে সাহানীকে গৃহকর্মে নিযুক্ত করা হতো।
অন্যদিকে, আকলিমা খাতুন মোল্লা তার দীর্ঘদিনের পাচার কার্যকলাপ স্বীকার করে এবং জানায় প্রতি কিশোরী পাচারে সে ১৫০০ টাকা করে পেত।
শ্রী রাজীব সাক্সেনা, DRM/শিয়ালদহ বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা একটি নিষ্পাপ প্রাণকে অন্ধকার ভবিষ্যতের হাত থেকে রক্ষা করেছে। RPF-এর তৎপরতা এবং সতর্কতার ফলেই এই পাচারচক্র এখানেই থামানো সম্ভব হয়েছে।
উদ্ধারকৃত কিশোরী এবং দুই অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষা NRS হাসপাতালে সম্পন্ন হয়েছে। সমস্ত প্রয়োজনীয় নথি সহ একটি লিখিত অভিযোগ শিয়ালদহ সরকারি রেল পুলিশ স্টেশনে (GRPS) জমা দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে GRPS/শিয়ালদহে ৭৩/২০২৫ নম্বর একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে, যার তারিখ ০৪.০৭.২০২৫। মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ১৪৩(৪)-এর অধীনে রুজু হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত কিশোরী GRPS/শিয়ালদহ-এর হেফাজতে সুরক্ষিত অবস্থায় রয়েছেন।