উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ভাটপাড়ায় (Bhatpara) প্রতারণার শিকার এক শিক্ষক। ঋণ নেওয়ার নামে তাঁর কাছে একাধিক মেসেজ আসে। বাররবার ফোনও আসে প্রতারকদের কাছ থেকে। সম্মান বাঁচাতে প্রতারকদের প্রায় ষাট হাজার টাকা দিয়েছেন ইতিমধ্যেই। কিন্তু তারপরও প্রতারণার হাত থেকে নিস্তার নেই তাঁর। এমন ঘটনায় আতঙ্কে শিক্ষকের গোটা পরিবার।

কিছুদিন আগেই এমন ঘটনা ঘটেছিল উত্তর ২৪ পগরনারই ব্যারাকপুরে। এবার তেমনই ঘটনা ঘটল ভাটপাড়ায়। এবার প্রতারণার শিকার পেশায় একজন শিক্ষক। জানা গিয়েছে, ওই শিক্ষকের নাম তিলক রাজ ঘোষ। ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত মাস খানেক আগে। কিছুদিন আগে তাঁর মোবাইলে একটি মেসেজ আসে। যেখানে লেখা থাকে, তিনি একটি ঋণ নিয়েছেন। এবং আগামী দু ঘণ্টার মধ্যে তাঁকে সেই ঋণ শোধ দিতে হবে। স্বাভাবিকভাবেই এমন মেসেজের প্রথমে কোনও গুরুত্ব দেননি তিলক বাবু। তারপর থেকেই তাঁর ফোনে বারবার একই মেসেজ আসতে শুরু করে। যেখানে একই কথা লেখা থাকে যে তিনি ঋণ নিয়েছেন এবং দ্রুত সেই ঋণ পরিশোধ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + two =