নিউজসুপার,তানিয়া কুন্ডু:গত ইং ৮ই মার্চ ২০১৯ বৃহস্পতিবার রাত্রি ২.৩৫ মিনিট নাগাদ রেণুকনা সরকার মহাশয়া ইহলোকের মায়া ত্যাগ করে বৈকুণ্ঠ লোকে যাত্রা করেন।
বার্ধক্য জনিত কারন বশত তিনি গত হয়েছেন বলে জানা গেছে।
স্বর্গীয়া রেণুকনা সরকার বিশিষ্ট সমাজসেবক প্রবীর সরকার মহাশয়ের মাতৃদেবী ছিলেন।
শুক্রবার ২২শে মার্চ সায়াহ্নে রাধা রাসবিহারী ভবনে স্বর্গীয়া রেণুকনা দেবীর বিদেহী আত্মার শান্তি কামনায় শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বীজপুরের সকল স্বনামধন্য ব্যাক্তিবৃন্দ ও আত্মীয় পরিজনেরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নিউজসুপারের পক্ষ থেকেও স্বর্গীয়া রেণুকনা দেবীর আত্মার চিরশান্তি কামনায় পরমঈশ্বরের কাছে প্রার্থনা রইল।