নিউজসুপার, নিজস্ব রিপোর্ট :- বর্তমান নিউজ বুলেটিনের হেডলাইনে জায়গা দখল করেছে উত্তর ২৪ পরগণার ভাটপাড়া অঞ্চল।
ওখানকার বর্তমান বিজেপি সাংসদ অর্জুন সিং তাকে ঘিরেই চলছে জোর জল্পনা।
কখনো শাসক দলের মধ্যে গুঞ্জন যে এবার বিজেপি ছাড়তে চলেছেন অর্জুন।
আবার সেটি স্থগিত হয়ে যাচ্ছে।
কিন্তু আমাদের কাছে সূত্রের খবর অনুযায়ী, আপাতত দলবদল করছেন না অর্জুন সিং থাকছেন তিনি বিজেপিতেই।
এখন প্রশ্নটা অন্য জায়গায় , যেখানে সাংসদের জন্য জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা বেষ্টনীর চাদর, তারপর এর আগে পরপর দু বার বোমাবাজির ঘটনায় তদন্তে এখনো এন.আই. এ তারপরেও পুনরায় তার মজদুর ভবন লক্ষ্য করে বোমাবর্ষণ এদিকে ফুল সিসিটিভি ক্যামেরায় মোড়া।
আততায়ীদের খুঁজেই পাচ্ছে না কেন্দ্রীয় প্রশাসন বা রাজ্য প্রশাসন ,অথচ বাড়ির সামনে বারংবার বোমা হানা চলছে সেটি সংবাদ শিরোনামে উঠে আসছে। আতঙ্কিত রয়েছে এলাকাবাসী এরকম আতঙ্ক ভাটপাড়ার বুকে আর কতদিনই বা চলতে পারে? এর পিছনে কোনো রহস্য ঘনীভূত হওয়ার কি কারণ নেই তো? আজ এই প্রশ্ন রেখেই এখানে সমাপ্ত করলাম পরবর্তী আরো কিছু তথ্য নিশ্চিত করা হবে আপনাদের জনগণের স্বার্থে।