নিউজসুপার, তানিয়া কুন্ডু : “ও ডাক্তার তুমি কতশত মানুষের যন্ত্রনা ভোলাতে ” সকলেরই মনে আছে এই বিখ্যাত গানটি নচিকেতার ।
আর ডাক্তার মানেই আমরা সাধারণ মানুষেরা ঈশ্বরের পরই তাদের রাখি, কোথাও যেন নিজেদের বাঁচার তাগিদে বা সুস্থ হওয়ার প্রয়োজনে ডাক্তার নার্সদের বলি কখন সুস্থ হবো।
কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্ভুক্ত নাইট এঞ্জেল বা পলিক্লিনিক যেখানে প্রতিদিন শয়ে শয়ে মানুষেরা আসে সুস্থতা পেতে।
বেশ কিছুদিন আগেই কাঁচরাপাড়ার নামজাদা লোক রামাশংকর গিরি শারীরিক অসুস্থতার কারণে এসে ভর্তি হয়েছিলেন পলিক্লিনিকে তার তত্বাবধায়ক চিকিৎসায় ছিলেন মেডিসিন স্পেশালিস্ট ডঃ অনির্বান দত্ত, কয়েক দিনের মধ্যেই সুস্থতা বোধ করেন এবং পুরোপুরি সুস্থও হয়ে যান, ফলে রামাশঙ্কর গিরি একজন তৃণমূল দলের সৈনিকও তাই তাকে দেখতে সশরীরে হাজির হন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী ,তিনি ও এই সেবা শুশ্রূষা দেখে খুবই খুশি বিধায়ক।তিনি নিজে পলিক্লিনিক মালিক সঞ্জয় দত্তের সঙ্গে কথা বলেন এবং ধন্যবাদ জানান। আর গোটা বীজপুর অঞ্চলে এই একটাই নার্সিং হোম এই নাইট এঞ্জেল তাই প্রায় সকলেরই বিপদের একমাত্র সঙ্গী এই নার্সিং হোম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − seven =