নিউজসুপার,নিজস্ব প্রতিবেদক:তিনদিন ধরে নিখোঁজ উচ্চমাধ্যমিক ছাত্রীর দেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য।
ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার কাশীপুর থানার রামবনি গ্রামে।
এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ দেড় বছর ধরে গ্রামেরই এক যুবক বুলেট সিং সর্দার এর সঙ্গে এক সম্পর্ক ছিল সন্তোষী বাউরি নামে ওই উচ্চমাধ্যমিক ছাত্রীর।
কিন্তু তাদের এই সম্পর্কটিকে ভালোভাবে মেনে নেয়নি ছেলের পরিবারের কেউই।দুই পরিবার তাদের প্রেমের সম্পর্ককে অস্বীকার করেন।
এই ঘটনার তিনদিন আগেই বুলেট ও ছাত্রী নিখোঁজ হয়ে যায়।
তারপর দীর্ঘ সময় ধরে খোঁজার পর এদিন ভোরবেলা জঙ্গলের মধ্যে ওই ছাত্রীর মৃতদেহ দেখতে পান এলাকা বাসীরা।এলাকাবাসীরা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।সেখান থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেবেন মাহাতো সদর হাসপাতালে।এরূপ ঘটনায় যদিও ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে ওই গ্রামের যুবক বুলেটসিং সর্দারের বিরুদ্ধে।
ছাত্রীর পরিবারের থেকে নিখোঁজ ডায়েরিও করা হয়।
পরবর্তীতে এই ঘটনার অভিযোগের ভিত্তিতে কাশীপুর থানার পুলিশ বুলেট সিং সর্দারকে আটক করে।
ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়,এবং মৃতার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।ঘটনার তদন্তে কাশীপুর থানার পুলিশ।