নিউজসুপার:- “দিদি কে বলো” বিষয় কে সামনে রেখে জনসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে বেছে নেওয়া হয়েছিল কল্যাণী বিধানসভার মধ্যেকার মদনপুর ২নং অঞ্চল। কর্মসূচীর উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন কল্যাণী বিধানসভার বিধায়ক ড. রমেন্দ্র নাথ বিশ্বাস মহাশয়।গত ৪ঠা ও ৫ই আগষ্ট দুই দিন ধরে প্রচুর সাধারন মানুষ, সর্বস্তরের মানুষ এবং পথচলতি মানুষের কাছ থেকে তাদের সমস্যা, অভাব অভিযোগ শুনলেন ও সেগুলি লিখে রাখলেন। কিছু সমস্যার শীঘ্র প্রতিকার করা হবে বলে আশ্বস্ত করলেন কল্যাণী বিধানসভার বিধায়ক সহ অনান্য জনপ্রতিনিধি গন। বিধায়ক সহ পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত প্রধান,ব্লক সভাপতি পঙ্কজ সিং,শাখা সংগঠনের ব্লকসভাপতিগন ও বিধায়কের আপ্তসহায়ক উপস্থিত ছিলেন। দিনভর জনসংযোগের পরে বিকালে সাধারন মানুষ,কর্মী ও নেতৃত্বদের নিয়ে ৩ঘন্টা ব্যাপী আলোচনা সভায় বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সভা শেষে স্থানীয় বাজারে দোকানদার দের হাতে ‘দিদি কে বলো’ লেখা কার্ড ও মোবাইল স্টিকার তুলে দেওয়া হয় জনসংযোগ কর্মসূচীর অঙ্গ হিসাবে।
স্থানীয় পঞ্চায়েত সদস্য ময়না ঘোষের বাড়ীতে দুপুরের খাবার ও রাতের খাবার খান বিধায়ক ও তার সঙ্গীসাথী গন। সদস্যের বাড়ীতে রাত্রি যাপন করে পরদিন ৫ ই আগষ্ট শিকারপুর বাজারে পতাকা উত্তোলন করা হয় ও জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয়।