রাত পোহালেই ভাগ্য নির্ধারণ ,কার মাথায় জয়ের তাজ? কি নির্দেশনা নির্বাচন কমিশনের দেখে নিন একঝলকে
নিউজসুপার,তানিয়া কুন্ডু : কার মাথায় উঠবে জয়ের তাজ?রাত পোহালেই রাজ্যের ১০৮ পুরসভার গণনা।
একনজরে নিরাপত্তার বেষ্টনী জেনে নিন।
১.ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে প্রতিটি গণনা কেন্দ্রেই।
২.২০০মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
৩. গণনা কেন্দ্রে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে।
৪.কামব্যাট ফোর্স থাকছে।
৫. পেন ও কাগজ ছাড়া কোনো কিছু নিয়ে প্রবেশ নিষিদ্ধ।
৬.স্ট্রং রুমে রয়েছে মূল গণনা কেন্দ্র।
৭.সকাল ৮ টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট গণনা, তারপর অন্য ঘরে চলবে ইভিএম গণনা।