নিউজসুপার : আজ বেলা ১ টা নাগাদ কাঁকিনাড়া রেলওয়ে স্টেশন থেকে দুই মহিলাকে গ্রেফতার করে, নৈহাটি জি. আর.পি থানার পুলিশ।
ঘটনাস্থল ধৃত মহিলাদের থেকে প্রায় ৬ কেজি গাঁজা সহ অন্যান্য নেশা বস্তু উদ্ধার করে নৈহাটি জি. আর.পি পুলিশ।
গোটা বিষয়টা তদন্ত এবং খতিয়ে দেখছে, নৈহাটি জি.আর.পি পুলিশ প্রশাসন।