নিউজসুপার : – রাজনৈতিক উত্তাপ কিন্তু দিন কে দিন বেড়েই চলেছে ।ইতিমধ্যে গোটা দেশ CAA বিরোধী সংঘর্ষ রাজধানী দিল্লির যা অচলাবস্থা হয়েছে ,তা দেখেছে বিশ্ব।
আতঙ্ক দুরাবস্থার পরিস্থিতি সকলের মধ্যেই দোলাচলের কারণের উৎপত্তি ঘটিয়েছে।
তার মধ্যে থেকেই চলছে রাজনৈতিক টানাপোড়েন।
যার জের পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
কেন্দ্রীয় সরকারের ভারতীয় জনতা পার্টির এক একজন নেতৃত্বের প্রকাশ্যে কিছু অপ্রত্যাশিত মতামতের জেরে এহেন পরিস্থিতি গোটা দিল্লি জুড়ে বলে মন্তব্য বিরোধীদের।যদিও সেদিকে আমূল দিতে নারাজ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
গতকাল CAA বিরোধী দিল্লির সংঘর্ষকে কেন্দ্র করে পথে প্রতিবাদী পদযাত্রায় সামিল হন কংগ্রেসের নেতৃবৃন্দরা।
কংগ্রেসের অন্যতম নেতৃত্ব তাপস সিনহা জানান ,” দিল্লিতে যে নক্কারজনক ঘটনা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা জানাই,পাশাপাশি এইসব আইন পাশের মধ্য দিয়ে বাংলাকে যে দ্বি খণ্ডিত বা ভেদভেদের সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার আমরা এর ঘর বিরোধী।আমরা এই আন্দোলন চালিয়ে যাব ” ।