নিউজসুপার : – হালিশহর সুভাষসরনী চিত্তরঞ্জন পাইপ লাইন থেকে মোট ১২ টি তাজা বোমা উদ্ধার করে বীজপুর প্রশাসন।স্থানীয় সূত্র থেকে জানা যায় ,আজ বেলা ১ টা নাগাদ স্থানীয় লোকজনের নজরে আসলে তারা প্রশাসনের কাছে যোগাযোগ করলে ,প্রশাসন এলাকা থেকে বোমা গুলিকে বাজেয়াপ্ত করে।
ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
কে বা কারা জড়িত ঘটনার তদন্তে বীজপুর প্রশাসন।