নিউজসুপার ,তানিয়া কুন্ডু: – হালিশহর মানেই অন্যতম এক তীর্থ স্থান হল সাধক রামপ্রসাদ ভিটে।আজ হালিশহর বাসীর জন্য এক নতুন পালক উপহার এনে দিল হালিশহর পৌরসভা।
আজ হালিশহর বাসীর জন্য হালিশহর চৌমাথা বাজারে এক প্রবেশদ্বার আজ উদ্বোধন করা হয়।যেখানে প্রবেশদ্বারের নাম দেওয়া হয় ” স্বাগতম হালিশহর পুরসভা (কুমারহট্ট) ” ।
উক্ত অনুষ্ঠানটির উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন।
আজ তার হাত দিয়েই উদ্বোধনী অনুষ্ঠানের শুভসূচনা হয়।
পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে এসে খুবই আপ্লুত জানান ইন্দ্রনীল সেন,হালিশহর চৌমাথা সংলগ্ন পার্কের সৌন্দর্যায়ন নিয়েও প্রশংসা করেন।
হালিশহরের এই প্রথম সাধক রামপ্রসাদ কে উৎসর্গ করে একটি প্রবেশদ্বার ও একটি মূর্তি উন্মোচন করেন।