নিউজসুপার,তানিয়া কুন্ডু:মাধ্যমিক পরীক্ষার আজ তৃতীয় দিন সারঙ্গমে পালিত হচ্ছে সারা রাজ্যে।
হালিশহরের বিভিন্ন স্কুলে নির্বিঘ্নে সুব্যবস্থার সাথে হালিশহর হাই স্কুল,হালিশহর কোণা হাই স্কুল,হালিশহর রবীন্দ্র বিদ্যামন্দির হাইস্কুল প্রতিটি স্কুলে আগত পরীক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে প্রায় প্রতিদিনই চা,বিস্কুট,জল,লুচি তরকারি এবং তাদের বসার জন্য সুব্যবস্থাপনা করা হয় হালিশহর পৌরভবনের পৌরপ্রধান অংশুমান মহাশয়ের নেতৃত্বাধীনে।
আজ প্রতিটি অভিভাবকদের উদ্দেশ্যে সকলের হস্তে হালিশহর পৌরভবনের পৌরপ্রধানের উদ্যোগে বিরিয়ানি প্রদান করা হয়।এই বিতরণী প্রদানে অন্যতম ভূমিকা পালন করে হালিশহর যুব নেতা শুভঙ্কর ঘোষ(সোনাই),একনিষ্ঠ তৃণমূল কর্মকর্তা রাজু বিশ্বাস,হালিশহর ৭নং ওয়ার্ড কাউন্সিলর বাসুদেব সাহা ও অন্যান্য কর্মীবৃন্দরা।
অভিভাবকদের প্রত্যেকেই হালিশহর পৌরভবনের পৌরপ্রধানের এই উদ্যোগকে সাধুবাদ জানায়,এবং সকলেই অভিভূত হয়ে পড়ে।