নিউজসুপার,তানিয়া কুন্ডু:২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার আজকে প্রথম দিন।রাজ্যব্যাপী চলছে পরীক্ষা।
উত্তর ২৪পরগণার বিভিন্ন বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে এবং প্রথম দিনের পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে।
আজ হালিশহরের অনেক বিদ্যালয়ে বহু ছাত্রছাত্রীরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা দেয়।সেখানে এক বড় ভূমিকা গ্রহণ করে হালিশহর পৌরভবনের পৌরপ্রধান অংশুমান রায় মহোদয়।আজ সকাল থেকেই তিনি তার দলের কর্মীবৃন্দ ও পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ দের একত্রে নিয়ে হালিশহরের প্রায় প্রতিটি বিদ্যালয়ের পর্যবেক্ষণে বেরিয়ে পড়েন।ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে ছিলেন ৮নং ওয়ার্ড পৌরমাতা বন্যা তালুকদার,৭নং ওয়ার্ড বাসুদেব সাহা এছাড়াও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিতি ছিল বিদ্যালয় প্রাঙ্গনে।
পাশাপাশি হালিশহরের যুব নেতা(সোনাই) শুভঙ্কর ঘোষ ও তার ভাই পাপন কেও দেখা যায় বিদ্যালয় পরিদর্শনে।
হালিশহর পৌরভবনের পৌরপ্রধানের ভূমিকা সত্যি অনস্বীকার্য,প্রতিটি বিদ্যালয়ে অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে বার্তালাপ থেকে শুরু করে কোনো রকমের যাতে অসুবিধা না হয় তার জন্য আশ্রয়ের ছাউনি,খাবার জল প্রতিটি বিষয়ের ব্যবস্থাপনা করেন।অপরদিকে শুভঙ্কর ঘোষও কোথাও যাতে কোনোরকমের কোনো অসুবিধা না হয় সেদিকে নজরদারি চালান।
আমাদের প্রতিনিধির মাধ্যমে মাননীয় অংশুমান রায় মহাশয় জানান,”তিনি এবং তার নেতৃত্বাধীন সকল দলীয় কর্মীরা মাধ্যমিক পরীক্ষার্থীদের ও অভিভাবক এবং শিক্ষকদিগের পাশে আছেন সকল প্রকার সহযোগীতার হাত বাড়িয়ে দিতে তারা প্রস্তুত”