নিউজসুপার, তানিয়া কুন্ডু : – ” এমন করে কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে,আর জগৎ তোমার জন্য কাঁদবে “। একদম ঠিক এই বাণীকে মাথায় রেখেই যখন রাজ্যব্যাপী চলছে স্বামী বিবেকানন্দর ১৫৮ তম জন্মদিবস পালন।
স্বামীজীর সেই অমৃত বাণীকে মাথায় রেখেই আজকে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে মগ্ন হলেন বীজপুর থানার ভারপ্রাপ্ত আই. সি ত্রিগুনা রায়।
যেই মানুষটি সদা সর্বদা বলে থাকেন “যার কেউ নেই ,তার জন্য আমি আছি ।পাশাপাশি এটাও বলেন তেলা মাথায় আমি তেল দেয়া আমার একেবারেই না পসন্দ”।
আজকে তিনিও এই মহান ব্যক্তিত্বের কান্ডারী স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করে,তার ক্ষুদ্র বক্তব্যে ত্রিগুনা রায় জানান, “সকলকে বিভেদ বিভাজন ভুলে সকলের মধ্যে একত্ববাদের কথা মাথায় রেখে শিরদাঁড়াকে বিক্রি নয় সোজা করে এগোনোটাই মূল লক্ষ্য প্রত্যেকের হওয়া উচিত।পাশাপাশি থানার নব আদি যুবক যুবতী সহকর্মীদের উদ্দেশ্য বার্তা দেন যে নিজের বিবেক চেতনাকে আরো জাগ্রত ও উদ্বুদ্ধ করা উচিত “।
আজকে বীজপুর থানার পাশাপাশি কাঁপা ট্রাফিক মোড়ে এসেও স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন বীজপুর আই. সি উপস্থিত ছিলেন কাঁপা ট্রাফিকের বড়বাবুও।