নিউজসুপার ,তানিয়া কুন্ডু : – চয়ন বোস নামটাই একটা স্মৃতি ।
মানুষের মনের মণিকোঠায় রয়ে গেল তাঁর স্মৃতি ,কোনোদিনই যা কেউ চাইলেও ভুলতে পারবে না।কারণ তিনি শুধু একজন সমাজ সচেতন নাগরিক ছিলেন না মানুষের পাশে সুবিধা অসুবিধায় তাদের পাশে দাঁড়ানো,গান বাজনা অমায়িক সাবলীল সহজ সরল জীবন যাপন করতেন।
আগামীকাল স্বামী বিবেকানন্দর ১৫৮ তম জন্মদিবস উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি
আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।
এর সাথে মানুষের মনোরঞ্জন উদ্দেশ্যে যেহেতু প্রয়াত চয়ন বোস নিজেও সংগীত ভালোবাসতেন ,তাই সেই কথা মাথায় রেখে সাংস্কৃতিক সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সা রে গা মা পা এর অন্যতম মল্লার কর্মকার হাজির থাকছে।
উপস্থিত থাকছেন উক্ত অনুষ্ঠানে হালিশহর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অংশুমান রায়,নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক, বীজপুর তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান সুবোধ অধিকারী ,হালিশহর যুব নেতা শুভঙ্কর ঘোষ (সোনাই) ,বর্তমান পৌঢ়প্রশাসক রাজু সহানি ও বীজপুর অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দরা ।
আপনারা আসছেন তো?