নিউজসুপার:-বড়ঞাঁ দুই গ্রাম পঞ্চায়েতে মিমাংসা করার সময় পঞ্চায়েত সদস্য স্বামী অতর্কিত হামলা। জখম দুইবড়ঞা দুই গ্রাম পঞ্চায়েতে শালিসি সভা ডেকে গ্রামের বাসিন্দাদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বামী বিরুদ্ধে । সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বড়ঞা দুই গ্রাম পঞ্চায়েতে নিমা গ্রামে ।আক্রান্ত অবস্থায় দুইজন গ্রামের বাসিন্দা আলতাব হোসেন ও হাসনাত সেখ কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।আক্রান্তরা জানান, বড়ঞা দুই গ্রাম পঞ্চায়েতে নিমা গ্রামে নুরেজ সেখের পারিবারিক জায়গা নিয়ে বচশা ছিল গ্রামের পঞ্চায়েত সদস্য আজেমা বিবির স্বামী ইনতাহের সেখের সাথে । অভিযোগ জায়গা নিয়ে আপত্তি ছিল ইনতাহের সেখের সাথে । ঘটনার জেরে সোমবার দুপুরে বড়ঞা দুই গ্রাম পঞ্চায়েতে সদস্য স্বামী ইনতাহের সেখ ও গ্রামের বাসিন্দা নুরেজ সেখ কে ডাকা হয়েছিল মিমাংসা করবে বলে। গ্রামের পঞ্চায়েত প্রধান ডাকে মিমাংসা করবে বলে এবং প্রধান কথা অমান্য করে নুরেজ সেখের পরিবারের দুইজন কে মারধর করে ইনতাহের সেখের অনুগামীরা বলে অভিযোগ ।