নিউজসুপার:-বেলডাঙায় বিদ্যুৎ পরিষেবা দাবিতে বিক্ষোভ। নাজেহাল এলাকাবাসী। বুধবার বেলা ১০ টা নাগাদ বেলডাঙা শ্রীশচন্দ্র বিদ্যাপীঠ, সিন্ডিকেট ব্যাঙ্ক ও তমালতলা গ্রামীন রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।
দীর্ঘ কয়েক বছর থেকে বেলডাঙা পুরসভার ১৩ ও ১৪ নং ওয়ার্ডের তমলাতলা এলাকাবাসী ঠিকমত বিদ্যুৎ পরিষেবার পাচ্ছে না। এলাকায় একটি হাই স্কুল ও একটি ব্যাঙ্ক অবস্থিত। কিন্তু বার বার প্রশাসন কে বলেও সুরহা পায়নি এলাকাবাসী।
অভিযোগ, ভোটের আগে উন্নত বিদ্যুৎ পরিষেবার প্রতিশ্রুতি দেয় বর্তমান বেলডাঙা পুরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ভরত কুমার ঝাওড়। ভোট পর্ব শেষ হয়েছে চারবছর। বর্তমানে তিনি পৌরপ্রধান। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পায়নি এলাকাবাসী। তাই এদিন ক্ষিপ্ত এলাকাবাসী বন্ধ করে দেয় স্কুল, ব্যাঙ্ক ও গ্রামীন রাস্তা।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানাই ইলেকট্রিক সমস্যার জন্য আমরা যেমন এই বিদ্যালয়ের মিড ডে মিল রান্না করতে পারিনা তেমন বাথরুমের জলের সমস্যাতেও নাজেহাল আমরা।