নিউজসুপার : – সকাল সকাল অগ্নিকান্ড, হালিশহর নান্না হাসপাতালের সন্নিকটে সেখানে একটি বহু পুরোনো অশ্বত্থ গাছ ছিল ,সেই গাছের মাথার ওপর থেকে ইলেক্ট্রিসিটির তার গেছে।
অনুমান করা হচ্ছে কোনো কারণ বশত গাছের গোড়ার দিক থেকে আগুন লেগে গাছের ভেতরের ফাঁপা অংশ থেকে ধোয়া বেরোতে লাগে।
স্থানীয়রা সাথে সাথে বীজপুর থানায় যোগাযোগ করলে বীজপুর প্রশাসন কালবিলম্ব না করে যথাস্থানে পৌঁছনোর সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করেন।
ফায়ার ব্রিগেডও সাথে সাথে উপস্থিত হয় ।প্রথমে স্থানীয়রা ইলেকট্রিক পাওয়ার বন্ধ করে দেয়, গাছটি শুকনো থাকায় আগুন নেভাতে একটু বেশী জোর দিতে হয়, প্রথমে স্থানীয়দের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি হলেও পরে আগুন নিভে গেলে মানুষ স্বস্তি পায়।
ঘটনাস্থলে কোনো আহতের খবর নেই ,পরিস্থিতি স্বাভাবিক ।