নিউজসুপার : – রক্তদান মানেই হল মহৎ দান। বর্তমানে যে হারে রক্তাল্পতা ,থ্যালাসেমিয়ার মতো রোগের প্রাদুর্ভাব ঘটছে সেই দিক থেকে বর্তমানে রক্তের চাহিদা অমূল্য।
এই সামাজিক কর্মসূচিকে আরো মানুষের সহায়তায় এগিয়ে নিয়ে যেতে দিকে দিকে চলছে রক্তদান শিবির।
কাঁচরাপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডে শ্রী সংঘ ক্লাবের এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রক্তদানের পাশাপাশি ছোটো ছোটো দুঃস্থ শিশুদের পড়াশোনার সাহায্যার্থে কিছু বই খাতা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের মূল আয়োজক কর্তা সুরজ ,অজয়।
বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজপুরের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট সোনালী সিংহ রায়,বীজপুর যুব কনভেনর সুজিত দাস,কমল অধিকারী,সৌরভ দে সরকার এবং রূপেশ সাউ।
উক্ত রক্তদানে প্রায় ১০০ এরও বেশি মানুষ রক্তদান করেন।
ক্লাবের উদ্যোক্তারা জানান যে আগামী দিনে তারা এই কর্মসূচিটিকে আরো বৃহত্তরভাবে এগিয়ে নিয়ে যেতে চান।
অপরদিকে উপস্থিত বিশিষ্ট অতিথিরা সকলেই “শ্রী সংঘ” ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানায় ।