নিউজসুপার : – এ যেন কঠোর শিক্ষা,দোষ না করেও গোটা বিশ্বকে শিক্ষা দিচ্ছে করোনা।
কিন্তু তার মাঝেই চলছে বাঁচার লড়াই,গোটা বিশ্ব সেক্ষেত্রে এগিয়ে আসছে।
ইতিমধ্যে করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির কথাও উঠে আসছে।
বিভিন্ন দেশের গবেষক চিকিৎসকরা তারা প্রতিনিয়ত ভ্যাকসিনেশনের প্রয়াস চালাচ্ছেন।
অপরদিকে এরই মাঝে রক্তের প্রাচুর্যতা কিন্তু এই সময়ে ভীষণভাবে জরুরী।
আর সেই বিষয় বস্তুকে মাথায় রেখে আজ কল্যাণী ব্লাড ব্যাংকে ভারতীয় জনতা পার্টির ১০ জন সদস্য ,তাদের মূল্যবান রক্ত দান করেন।
এই উদ্যোগের মূল উদ্যোগপতি ছিলেন বিজেপির অন্যতম সদস্য সজল কর্মকার ,তিনি সস্ত্রীক এই কর্মকান্ডে অংশগ্রহণ করেন।
এই বিষয়ে সজল জানান,” যে আমাদের এই কর্মসূচি কোনো রাজনৈতিক প্রতিনিধি রূপে নয়,একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে লকডাউনের মধ্যে যাতে মানুষের রক্তের প্রয়োজনে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস জারি আছে জারি থাকবে আগামীদিনেও”।