নিউজসুপার, তানিয়া কুন্ডু : – করোনা নিয়ে যখন গোটা বিশ্ব সচেতনতা নিয়ে উত্তাল ,এই অসম যুদ্ধের সাথে যে সকল মানুষ গুলি নিজের প্রানের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন ,তাদের মধ্যে অন্যতম আইনজীবিরা।
তেমনই ব্যারাকপুর বার এসোসিয়েশনের সেক্রেটারি আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য তিনি ‘ অমূল্য ফাউন্ডেশন ‘ নামক একটি স্বেচ্ছাসেবক সংস্থার কর্ণধার।
আজ তার সেই সংস্থার পক্ষ থেকে এই দুর্দিনে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষগুলোকে চাল,আলু ও অন্যান্য সামগ্রী প্রদান করেন।
রবিন বাবু জানান ,” যে কদিন এই লকডাউন বা অসম পরিস্থিতি থাকবে আমরা এই মানুষের পাশে থাকবো,”।
এই উদ্যোগটিতে আরো যারা যারা ছিলেন তারা হলেন ,
কাউন্সিলর অর্পিতা ভট্টাচার্য্য,
কৃষ্ণা ব্যানার্জী,রমেশ সিং ,গৌতম মন্ডল ,সোমনাথ সরকার এবং
প্রদীপ পাত্র ।