নিউজসুপার,কৌশিক ঘোষ::ফের উত্তপ্ত হয়ে উঠল বহরমপুরে রিফিউজি ঘাট চত্বর। বৃহস্পতিবার রাতে বোমাবাজি হয় ওই চত্বরে। থমথমে রিফিউজি ঘাট এলাকা চত্বর। বুধবার রাতে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে বন্ধুর উদ্দেশ্যে ‘জয় শ্রীরাম’ বলায় জনাকয়েক যুবকের হাতে আক্রান্ত হ’ল দুই যুবক। খাবার টেবিল থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক পেটানো হয় তাদেরকে বলে অভিযোগ। খেলতে গিয়ে হনুমানজীর প্রাণমন্ত্র উচ্চারণ করায় রেহাই পায়নি বছর আটেকের শিশুও। ঘটনার প্রতিবাদে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের গোয়ালজান এলাকায়। ঘটনায় অভিযুক্ত যুবকেরা তৃণমূল সমর্থক বলে অভিযোগ। এদিন দুপুরে স্থানীয় রিফিউজি ঘাট সংলগ্ন এলাকার এই ঘটনায় উত্তেজনা চরম আকার ধারণ করলে ঘটনাস্থলে উপস্থিত হয় বহরমপুর থানার পুলিশ। তবে পুলিশ পৌছানোর আগেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনার সঠিক তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানায় স্থানীয়রা।