নিউজসুপার, তানিয়া কুন্ডু:আজ রানাঘাট কলেজে সাড়ম্বরের সাথে পালিত হল ‘দ্বি দিবসীয় আন্তর্জাতিক আলোচনা চক্র’।
এই আলোচনা চক্রের মূল আয়োজন রানাঘাট কলেজ।
মূলত তাদের এই আলোচনা চক্রটি “বাংলা সাহিত্যের বিবর্তনের ধারা” কে কেন্দ্রীভূত করে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের উত্তরা কলেজের দুই অধ্যাপক,ডঃ নূর মহহম্মদ মল্লিক বাংলার অধ্যাপক, অপরদিকে ছিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রীর আপ্ত সহায়ক মোক্তার হোসেন।এছাড়াও কাঁচরাপাড়া কলেজের পলিটিক্যাল সাইন্সের অধ্যাপক ডঃ কল্যাণ কুমার এবং রানাঘাট কলেজের প্রিন্সিপাল,কল্যাণী কলেজ থেকে অধ্যাপক সুখেন্দু বিশ্বাস,তপন বিশ্বাস ও বিভিন্ন কলেজের অধ্যাপকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
এই সেমিনার দুদিন ব্যাপী অনুষ্ঠিত হবে আজ প্রথমদিন ছিল।
বাংলা স্নাতকোত্তর বিভাগের পক্ষ থেকে বাংলা গদ্যের বিবর্তন,উপন্যাসের বিবর্তন,বাংলা প্রবন্ধের বিবর্তন বাংলাভাষার এই বিবর্তন গুলিকেই মূলত তুলে ধরা হয় এই সেমিনারে।