নিউজসুপার, তানিয়া কুন্ডু: –
শিশুদের রথ প্রতিযোগিতা, পরিচালনায় উত্তরায়ন, পালপাড়া পানিহাটি। বিগত প্রায় সাত বছর ধরে চলে আসছে এই রথ প্রতিযোগিতা। অঞ্চল সহ পার্শ্ববর্তী অঞ্চলের শিশুরা তাদের রথ সুসজ্জিত করে সাজিয়ে অংশগ্রহণ করেছে। শিশুরা নানা উপকরণ দিয়ে সাজিয়ে তুলেছে তাদের রথ।১০০ র ও বেশী কচিকাচারা তাঁদের রথ নানা উপকরণে তৈরী করে, কেউ তুলো দিয়ে, কেউ পুতি, বোতাম, থার্মোকল, বিস্কুট দিয়ে বানিয়ে ফেলে তাঁদের রথ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে শিশুদের মধ্যে শিল্পের বিকাশ গড়ে তোলাই তাদের লক্ষ। তৎসহ পুরনো দিনের সেই ছোটবেলা ফিরে পেতে চাই শিশুদের মধ্যে দিয়ে।