নিউজসুপার,তানিয়া কুন্ডু:গত ১৭ই ফেব্রুয়ারি কুলিয়াগড়,মামুদপুর সতীশ ঘোষ হাই স্কুলে সার্বিকভাবে সম্পন্ন হল বার্ষিক সম্মেলন।
উক্ত সম্মেলনটির আয়োজক উদ্যোক্তা মূলত গান্ধীজি জন্মোৎসব উদযাপন কমিটি ও স্বাধীনতা দিবস উদযাপন কমিটির যৌথ উদ্যোগকে কেন্দ্রীভূত করে আয়োজিত হল।
এবারের বার্ষিক সম্মেলন ১৫তম সম্মেলন।এই সম্মেলনের মূল কান্ডারী রক্তদান শিবিরের অন্যতম পথিকৃৎ ও একনিষ্ঠ কর্মী পরেশনাথ সরকার।
এই অনুষ্ঠানটি মূলত রক্তদান আন্দোলনকে ত্বরান্বিত করতে এবং ভাষাদিবসের প্রাক্কালে এই বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রায় ১০০ জনের মত মানুষের উপস্থিতি ছিল।
এছাড়াও বার্ষিক সম্মেলনে উপস্থিত প্রতিটি মানুষকে সকালের টিফিন থেকে শুরু করে দুপুরে বসিয়ে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাপনা করা হয়।
পরেশ বাবু শুধুমাত্র একজন বিশিষ্ট সমাজসেবকই নন,নানান কর্মদ্যোগী কর্মসূচিতেও ওনাকে অংশগ্রহণ করতে দেখা যায়।পরেশ বাবুর এই কর্ম মনোভাবাপন্ন তাকে উপস্থিত সকল ব্যাক্তিবর্গরাই সাধুবাদ জানায়।