নিউজসুপার:কৌশিক ঘোষ(মুর্শিদাবাদ):
আগুনে ভস্মীভূত পরপর তিনটি বাস। ঘটনায় মৃত এক বাস কর্মী। মৃতের নাম দুলাল মন্ডল। মৃত
বাস কর্মীর বাড়ি বীরভূম।
জানা যায় ওই বাস কর্মী বাসের মধ্যে ঘুমিয়ে ছিল।
ঘটনাটি মুর্শিদাবাদের জঙ্গিপুর বেসরকারি বাসস্ট্যান্ডে। গতকাল রাত্রি ১টা নাগাদ বাসে আগুন লেগে যায় তার পর আরও দুটি বাসে ছড়িয়ে যায়। স্থানীয়রা বাসের আগুন নেভানোর কাজে হাত লাগায় ও দমকলে খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে এই আগুন।