নিউজসুপার : – মাধ্যমিক মানেই জীবনের বড় পরীক্ষা।জীবনকে এক ধাপ এগিয়ে নিয়ে চলার প্রথম সিঁড়ি।
এবারে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় প্রায় ৩৩ হাজার কম।
গত ১৮ তারিখ থেকে পরীক্ষাপর্ব শুরু হলে আজ ছিল তার অন্তিম দিন।
হালিশহর পুরসভার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও সকল পরীক্ষার্থীর পাশাপাশি অভিভাবক এবং অভিভাবিকাদের জন্য বসার সুবন্দোবস্তের পাশাপাশি পানীয় জল টিফিনের ব্যবস্থাপনা করা হয়।
উক্ত আয়োজনের মূল উদ্যোগপতি হালিশহর পুরসভার পৌরপ্রধান অংশুমান রায়। সহযোগিতায় হালিশহর পুরসভার কাউন্সিলরগণ ও হালিশহরের যুব নেতা শুভঙ্কর ঘোষ (সোনাই)।
এই আয়োজনের মধ্য দিয়ে তারা এটাই বার্তা দেন ,” এগুলি আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে বর্তায় ” ।
আজকের অন্তিম দিনেও সকল পরীক্ষার্থীদের একটি করে কলম প্রদান করা হয়।পাশাপাশি সকল অভিভাবকদের বসিয়ে আহারের বন্দোবস্তও করা হয়।
হালিশহর পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানায় সকল পরীক্ষার্থী এবং অভিভাবক ও অভিভাবিকারা।