নিউজসুপার : – আগামী পৌরসভা ও বিধানসভা নির্বাচন পাখির চোখ রাজ্যের শাসকদল ও বিরোধীদলের।
রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আজ প্রাক্তন রেলমন্ত্রী তথা প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী নির্বাচিত হলেন।
যে চারজন তৃণমূলের হয়ে এবার প্রতিদ্বন্দ্বিতায় নামছেন তারা হলেন,সুব্রত বক্সী, দীনেশ ত্রিবেদী, অর্পিতা ঘোষ এবং মৌসম বেনজির নূর।
বুধবারই তৃণমূলের চার প্রার্থী বিধানসভায় উপস্থিত হয়ে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ আলোচনা সারেন।
তবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অবজার্ভর ও বীজপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুবোধ অধিকারী জানান,” দীনেশ বাবু যথেষ্ট বিজ্ঞ ও দক্ষতা সম্পন্ন মানুষ তথা সেরা সাংসদ শিরোপার মুকুট অর্জন করেছেন,আমরা আশা রাখি আগামী নির্বাচন গুলিতে আমরা একত্রে বিরোধীদের বিরুদ্ধে লড়তে পথ সুগম হবে “।
দীনেশ ত্রিবেদী জানান , ” মা – মাটি – মানুষের পাশে একসাথে পথ চলব আগামী ২০ তারিখের পর থেকে সমগ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পথে হেটে মানুষের কাছে জনসংযোগ যাত্রায় নামবেন “।
অবশ্য বিরোধীদের মত তৃণমূল দল তাদের মানুষের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন তাই নতুন করে তাদের পথে নামতে হচ্ছে।
নির্বাচিত সাংসদ কতটা মানুষের মনে জায়গা করে নিতে পারে সেটা দেখার অপেক্ষায় প্রত্যেকেই।