নিউজসুপার, তানিয়া কুন্ডু : – ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ১৬ নভেম্বর (বাংলা কার্তিক ৩০) সোমবার সকাল ৭ টা ৬ মিনিট থেকে মঙ্গলবার ১৭ ই নভেম্বর (বাংলা ১ অগ্রায়) ভোর ৩ টে ৫৬ মিনিট পর্যন্ত ভ্রাতৃদ্বিতীয়া পালন করা যেতে পারে।
আমাদের বাংলায় যেমন ভাইফোঁটা ,উত্তরপ্রদেশ ও বিহারে সেটি ভাই দুজ বলা হয়।
আবার অপরদিকে দক্ষিণ ভারতে যমদ্বিতীয়া , মহারাষ্ট্রে ভাই বিজ, নেপালে ভাই টিকা ।
একটি প্রচলিত কাহিনী অনুযায়ী যমুনা অগ্রজকে বরণ করে নিয়েছিলেন সেই থেকে সহোদরের মঙ্গলকামনায় প্রবর্তিত ভাইফোঁটা।
সাধারণত ভাইয়েদের মঙ্গল কামনায় এই ফোঁটা পর্ব।
কিন্তু এই প্রথম বীজপুরে ,বীজপুর থানার অভ্যন্তরে বীজপুর আই. সি ত্রিগুনা রায়ের উৎসুকতায় আজ থানার অভ্যন্তরে পালিত হল ভ্রাতৃদ্বিতীয়া।
কার্যত এটিকে সত্যি অসাধারণ এক আনন্দের মুহূর্ত থানার যে সকল মহিলারা কর্মরত তারা প্রত্যেকে আজ বীজপুর থানার কর্মরত পুরুষ অফিসার থেকে কনস্টেবল প্রত্যেককে।
যেখানে উপস্থিত ছিলেন গৌরব ব্যানার্জী ,তাপস ধাড়া ও অন্যান্য সকল। আজকের এই শুভ দিনে ভাইফোঁটার মাধ্যমে এক পবিত্র গাঁটছড়ায় বাঁধলেন।
সকলেই খুশি এবং আপ্লুত তাদের এই কর্মব্যস্ততার মাঝেই এই এক আনন্দ ভাগ করে নেওয়াকে।