নিউজসুপার, তানিয়া কুন্ডু: : ভোট মিটে গেলেও অশান্তির জের অব্যাহত।
হালিশহর ঝিলের পাড় থেকে গতকাল রাতে তিন অভিযুক্তদের গ্রেপ্তার করে বীজপুর প্রশাসন।
প্রশাসন সূত্রের খবর অনুযায়ী জানা যায়,এই তিন অভিযুক্তরা ভোট মিটে যাওয়ার পর এলাকায় বাড়ি ভাঙচুর,সাধারণ মানুষকে ভয় দেখানো এছাড়াও বিভিন্ন অবৈধ কু-কর্মের সাথে লিপ্ত।এলাকাবাসী ভয়ে তটস্থ হয়ে দোষীদের বিরুদ্ধে মুখ খুলতে না পারলেও বীজপুর প্রশাসনের আধিকারিকদের তৎপরতায় দোষীদের গ্রেপ্তার করে বীজপুর প্রশাসন।
দোষীদের নাম-উজ্জ্বল দাস,লিটন হালদার,সুমন রক্ষিত।
ভোট পরবর্তী সাধারণ মানুষের ওপর অত্যাচার অভিযোগে গ্রেপ্তার বলে পুলিশ সূত্রে খবর।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী ভীতস্ত ভাব কাটিয়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বীজপুর প্রশাসনের এই কর্ম তৎপরতায় খুশি সাধারণ মানুষ।