নিউজসুপার, তানিয়া কুন্ডু: :লোকসভা নির্বাচন সপ্তম দফার ভোট মিটে গেলেও অশান্তি অব্যাহত সমগ্র বীজপুর জুড়ে।
ভোট গণনা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবারের লোকসভায় গেরুয়া শিবিরের পার্সেন্টেজ তৃণমূল দলের একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বলা যেতে পারে।
তার প্রভাব সমগ্র রাজ্যজুড়ে জল্পনা বিস্তর তুঙ্গে,আপামর সাধারণ মানুষ থেকে সকল রাজনৈতিক ব্যাক্তিত্ব বর্গরা।
অপরদিকে বিভিন্ন এলাকায় চলছে দুষ্কৃতী দৌরাত্ম্য।মাঝিপাড়া পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত ধানকল সারদা পল্লী এলাকা থেকে কৌটো বোমা সহ বেশ কিছু বোমা পাওয়া যায়।
হালিশহরের দত্ত পাড়াতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
দুই জায়গা থেকেই এলাকাবাসীরা বীজপুর প্রশাসনকে যোগাযোগ করলে ঘটনাস্থলে উপস্থিত বীজপুর প্রশাসন।
দুই এলাকা থেকেই বোমাগুলিকে বাজেয়াপ্ত করে বীজপুর প্রশাসন।
অপরাধীদের ধরার জন্য সারারাত ব্যাপী গোটা এলাকায় চলে পুলিশি টহলদারী।তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে সূত্রের খবর।
আপাতত এলাকায় বোমাগুলি উদ্ধার হওয়ায় এলাকাবাসী আতঙ্কগ্রস্ত থেকে মুক্ত অবস্থায় আছেন।
ঘটনার বিষয়ে গোটা নজরদারিতে বীজপুর পুলিশ প্রশাসন আধিকারিকরা।