নিউজসুপার: :লোকসভা ভোটের পর ভারতে বিপুল লগ্নি হওয়ার সম্ভাবনা রয়েছে।সূত্রের খবর অনুযায়ী, লোকসভা ভোট মিটে গেলেই প্রায় দুটি মার্কিন সংস্থা চীন থেকে কারখানা গুটিয়ে ভারতে চলে আসতে আগ্রহী।ইউএসআইএসপিএফ অর্থাৎ ইউএস ইন্ডিয়া স্ট্রাটেজিক এবং পার্টনারশিপ ফোরাম ভারতে লগ্নির বিষয়ে মার্কিন সংস্থার সঙ্গে পরামর্শ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন বলে জানান সভাপতি ইউএসআই এসপিএফ মুকেশ আঘি।
পরবর্তীতে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে আগামীদিনে দিল্লিতে যে সরকার গঠিত হবে,সেই সরকারের কাছে,”আর্থিক সংস্কারের গতি আনার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও আরো স্বচ্ছতা আনতে হবে বলে মনে করেন মুকেশ আঘি”।
পাশাপাশি তিনি এও জানান ,”নতুন লগ্নি এলেই বিপুল কর্মসংস্থানের দরজা খুলে যাবে”।