নিউজসুপার ,তানিয়া কুন্ডু :- নোবেল করোনা কোভিড ১৯ গোটা বিশ্বের পাশাপাশি থাবা বসিয়েছে বঙ্গেও।
এই অসম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একদিকে রাজ্য সরকার ভারত সরকার উভয়ে মিলে রাজনীতির ঊর্ধ্বে উঠে যেভাবে একত্রে মিলেমিশে কাজ করছে তা সত্যি অনবদ্য।
অপরদিকে করোনা মোকাবিলায় যে অসম যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে অনেক মানুষ তাদের সাহায্যের হাত যেভাবে সমাজের সেবায় নিয়োজিত করেছে সেটিও গুরুত্বপূর্ণ।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের
রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ এর উদ্যোগে লকডাউন চলাকালীন এক অভিনব পন্থা তারা গ্রহণ করেন।
প্রতিদিন ব্যারাকপুর স্টেশন লাগোয়া যে সকল পথনিবাসী মানুষেরা থাকেন তাদের জন্য আহারের বন্দোবস্ত করেন।
এই কার্যক্রমের প্রধান উদ্যোক্তা ছিলেন সৌমেন বাবু তারই উদ্যোগে এই সকল কার্যকলাপ সম্পন্ন হয়।
তিনি এও জানান যে ” আমাদের এই প্রচেষ্টা আগামী দিনেও জারি থাকবে “।