নিউজসুপার, তানিয়া কুন্ডু: :লোকসভা নির্বাচনকে কেন্দ্রীভূত করে সকলেই ভোটের প্রচারে ভোটের ময়দানে নেমে পড়েছেন। সকল রাজনৈতিক মহলের নেতৃবৃন্দরাই ভোটের ময়দানে,কেউ এক চিলতে জায়গা ছাড়তে নারাজ।
গতকাল ব্যারাকপুর সুভাষ কলোনি মোড়ে বিজেপি আয়োজিত পথসভা পালিত হল।
উক্ত পথসভার নেতৃত্বাধীনে ছিলেন ব্যারাকপুর কোর্টের বার এসোসিয়েশনের সভাপতি ও বার কাউন্সিলের সদস্য রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবারের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী অর্জুন সিং।
পথসভায় এসে অর্জুন সিং তার বক্তব্যে বলেন,”আজ যারা গুন্ডারাজ চলছে বলে মন্তব্য করছে একদা তৃণমূলে থাকাকালীন তাদের কাছে সবাই ভালো ছিল।তৃণমূল থেকে বেরিয়ে এলেই সবাই তাদের কাছে খারাপ হয়ে যায়।”
অপরদিকে রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন,”একদা যারা সিপিএম করত আজকে তারাই তৃণমূলের কান্ডারী,এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্যই সিপিএমের থেকে যুবারা প্রবেশ করে তৃণমূল কংগ্রেসের পুরোনো কর্মীদের সরিয়ে তারা প্রথম স্থানাধিকার করেছে সেজন্যই তৃণমূলের পুরোনো কর্মীরা হয় বসে যাচ্ছে নয়তো ছেড়ে দিতে বাধ্য হচ্ছে দলকে যার নিদর্শন রূপে আমিও একজন”।
উপস্থিত অতিথি হিসেবে অর্জুন সিংয়ের হাতে এক সামাজিক সংস্থার তরফ থেকে গীতা উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
উক্ত পথসভায় মানুষের ভীড় বা উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।