নিউজসুপার, কৌশিক ঘোষ: :ব্যাঙ্কের অ্যকাউন্ট থেকে উধাও টাকা।ঘটনায় ব্যপক উত্তেজনা মুর্শিদাবাদের রেজিনগরে।
জানা গেছে,রেজিনগরের তকিপুরের বাসিন্দা সেলিম সেখের একটি সেভিংস অ্যকাউন্ট ছিল স্টেট ব্যাঙ্কে।প্রায় বছর খানেক ধরে দিব্যি চলছিল টাকা লেনদেন।কিন্তু সোমবার সকালে সেলিম বাবুর মোবাইলে পরপর চারটি মেসেজ আসে।যা থেকে বোঝা যায় অ্যকাউন্ট থেকে চারবারে ২০ হাজার করে মোট ৮০ হাজার টাকা তোলা হয়েছে।
সেলিম সেখের অভিযোগ,এই ঘটনা রেজিনগরের স্টেট ব্যঙ্ক কর্তৃপক্ষ কে জানানো হলেও তারা পুরো বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।এরপাশাপাশি ব্যঙ্ক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেন,তারা এই বিষয়ে কিছু কিরতে পারবে না।উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর ভার সেলিম সেখকেই নিতে হবে।
সেলিম সেখ জানান,আমি ব্যঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম সাহায্য না পেয়ে শেষমেশ স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছি।