নিউজসুপার, কৌশিক ঘোষ:বেলডাঙায় ৭ কিলো রুপো উদ্ধার আটক এক পাচারকারী। শুক্রবার বেলা ২ টা নাগাদ সারগাছি পুলিশ ফাঁড়ির সামনে ৩৪ নং জাতীয় সড়কে এফএসটি টিম(ফ্লাইং স্কোয়াড টিম) ও পুলিশের যৌথ নাকা চেকিংয়ের সময় রুপো সহ আটক করে এক পাচারকারীকে। পাচারকারীর নাম রঞ্জিত সরকার। বাড়ি নবদ্বীপ। সূত্রে জানা যায়, এদিন সরকারি বাসে করে বহরমপুর থেকে রুপো নিয়ে নবদ্বীপ যাচ্ছিল। পুলিশ রুপো সিরিজ করে পাচারকারীকে আটক করেছে।