নিউজসুপার, কৌশিক ঘোষ:বেলডাঙায় নাকা চেকিংয়ে উদ্ধার হল ৪ লাখ ৬৬ হাজার টাকা। শুক্রবার বেলা ১২ টা নাগাদ সারগাছি ফুলিশ ফাঁড়ির সামনে থেকে নাকা চেকিংয়ে এই টাকা উদ্ধার করে এস.এস. টিম। জানা যায়, এদিন মালদা থেকে সরকারি বাসে গোপনে টাকা নিয়ে শান্তিপুর যাচ্ছিল ধৃত ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম প্রদীপ চ্যাটার্জী। বাড়ি রানাঘাট। ধৃত ব্যক্তি টাকার বৈধ কাগজ না দেখাতে পারায় উক্ত টাকা বাজেয়াপ্ত করে। সাতদিনের মধ্যে উক্ত বৈধ কাগজ দেখাতে পারলে উক্ত টাকা তার হতে তুলে দেওয়া হবে বলে জানায় প্রশাসন।