ফের বেলডাঙায় নাকাচেকিংয়ে উদ্ধার হল পাঁচ লক্ষ টাকা। বৃহস্পতিবার ১১ টা নাগাদ সারগাছি পুলিশফাঁড়ির সামনে ৩৪ নং জাতীয় সড়কে সরকারি বাসে নাকাচেকিংয়ের সময় এই টাকা উদ্ধার করে এস.এস টিম। খোকন কুন্ড নামে এক ব্যাক্তির কাছ থেকে ওই টাকা উদ্ধার হয়। তার বাড়ি রানাঘাট। সে সরকারি বাসে করে রায়গঞ্জ থেকে রানাঘাট যাচ্ছিল। টাকাগুলির বৈধ কাগজ দেখাতে না পারায় বাজেয়াপ্ত করা হয়। তবে টাকা গুলি কোনো রাজনৈতিক কারনে স্থানান্তর হচ্ছিল কি না তা ক্ষতিয়ে দেখছে প্রশাসন।