নিউজসুপার, কৌশিক ঘোষ: :মুর্শিদাবাদের ইসলামপুর থানার লোচনপুর অঞ্চলের ৩৯ নম্বর বুথ মোহনপুরে জোরপূর্বক বুথ দখলের সময় কংগ্রেসের দুষ্কৃতীদের বুথ দখলে বাধা দেওয়ায় আক্রান্ত শাসকদলের পঞ্চায়েত সদস্য শাফিউর রহমান। তাকে প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইসলামপুর হাসপাতালে। তবে সেখান চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।