নিউজসুপার : – আবারো বীজপুর প্রশাসনের তৎপরতায় আজ উদ্ধার হওয়া বেশ কিছু তাজা বোমার আজ নিষ্পত্তি করা হয়।
প্রশাসন সূত্রের খবর অনুযায়ী বীজপুর থানায় কিছু উদ্ধার হওয়া তাজা বোমার আজ নিষ্পত্তি ঘটানো হয়।
আজ হালিশহর রেল বাউন্ডারি মাঠে সেই তাজা বোমাগুলির নিষ্পত্তি করা হয়,উপস্থিত ছিলেন সি আই ডি ডিপার্টমেন্টের আধিকারিকেরা,এছাড়াও নিরাপত্তার রক্ষার্থে উপস্থিত ছিলেন চিকিৎসক ও বীজপুর প্রশাসনের পুলিশ কর্মকর্তারা।
সূত্রের খবর অনুযায়ী ,প্রতিটি উদ্ধার হওয়া বোমা শান্তিপূর্ণ ভাবে নিরাপত্তার সাথে নিষ্পত্তি করা হয়।