নিউজসুপার, তানিয়া কুন্ডু :-শেষমেশ বীজপুর পুলিশের অতি সক্রিয় ভূমিকায় ধরা পড়ল চিটফান্ডের মূল অভিযুক্ত চন্দন দে (পলাশ)।
অভিযুক্তের নামে ‘আই কোর’ কোম্পানি চিটফান্ড সংক্রান্ত মামলা করে ৪২০ এর ধারায় দীর্ঘ চার বছর আগে।ধৃতের নামে ওয়ারেন্টও বের হয়।ধৃতের বাড়ি রামকৃষ্ণ পল্লী পলাশি পাড়ায়।
পুলিশ সূত্রে খবর পেয়ে জানা যায় ২০১৩ সাল থেকে সেবির মামলা ও মেগা মোল্ড ইন প্রাইভেট লিমিটেড এন্ড আদার
১১/২০১৭ এন ই (SEBI/28/2017) under section 24/27 SEBI ACT মামলা রুজু করে।চন্দন ২০১৩ সাল থেকে বহিরাগত পলাতক।
অপরদিকে 5th ব্যাংকশাল কোর্ট ২০১৭ তে বীজপুর প্রশাসনকে ধৃতকে এরেস্টের আদেশ দেয়।
গতকাল রাত্রির ৮.৫ নাগাদ উকিলনাড়া মোড় পায়রাডাঙ্গা ,পি এস রানাঘাট থেকে ধৃতকে গ্রেপ্তার করে বীজপুর প্রশাসন।
ধৃতের কাছ থেকে জেরা করে পুলিশ জানতে পারে প্রায় ১০০০ এজেন্টের ৮৮৮ কোটি টাকার মামলা চলছে।চন্দন দে আইকোরের বোর্ড অফ ডাইরেক্টর ছিল।
ধৃতকে আজ ব্যারাকপুর কোর্টে পাঠানো হয়।
দীর্ঘদিনের তদন্তের পর চিটফান্ড কেলেঙ্কারিতে ধৃত চন্দনকে গ্রেফতারের ঘটনায় বড়সড় সাফল্য বীজপুর প্রশাসনের পাশাপাশি খুশি এলাকাবাসীও।