নিউজসুপার, তানিয়া কুন্ডু: :লোকসভা ভোট মিটতে না মিটতেই রাজ্যজুড়ে চলছে রাজনৈতিক হিংসা।
সমগ্র বীজপুরে চলছে হিংসার আবহ।শাসক দলের বহু কার্যালয় ইতিমধ্যে বিজেপির দখলে।গতকাল নৈহাটিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বাংলার মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।
উক্ত সভা থেকে নেত্রীর বার্তা ছিল প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে।
চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই প্রশাসনকে দেখা গেল সক্রিয় ভূমিকায়।ইতিমধ্যে হালিশহরের জেঠিয়া পাঁচমাথা মোড় ও জয়দীপ বসু ভবন দুটো কার্যালয় শাসকদলের যেটি বিজেপি দখল করে নিয়েছিল সেই দুই জায়গাতেই বীজপুর প্রশাসন উপস্থিত থেকে পুনরুদ্ধার করে দলীয় কর্মীরাও উপস্থিত ছিলেন।
অপরদিকে যারা ঘরছাড়া ছিলেন তাদের কিছু মানুষকে ঘরে ফেরানো হয়েছে এবং অনেকেই ফিরছেন বলে জানান বীজপুর প্রশাসন।
এরই পাশাপাশি বীজপুর প্রশাসন সাধারণ মানুষদের আশ্বস্ত করেন এলাকায় কোনোরকমের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বীজপুর প্রশাসন।
বীজপুর প্রশাসনের এরূপ তৎপরতায় খুশি এবং স্বস্তি বোধ করছেন হালিশহর ও জেঠিয়া অঞ্চলের এলাকাবাসী।