নিউজ সুপার,তানিয়া কুন্ডু:আজ ব্রতচারী পার্কের মাঠে বীজপুরপ্রশাসন এবং এসিপি ওয়ানের তত্বাবধানে এক বিরাট মেলবন্ধন ঘটল।
ইউথ সার্ভিস এন্ড স্পোর্টস ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে প্রথম রাউন্ডের খেলায় বীজপুর পুলিশ একাদশ বনাম বীজপুর কাউন্সিলর একাদশের মধ্যে খেলা হয়।উক্ত খেলায় অংশগ্রহণ করেন বীজপুরের যুব কনভেনর সুজিত দাস,২৪নং ওয়ার্ড কাউন্সিলর অশোক মন্ডল,তৃণমূল দলের একনিষ্ঠ কর্মী মিন্টু সামন্ত অতিথি বৃন্দের মধ্যে ছিলেন চেয়ারম্যান সুদামা রায়,অপরদিকে তৃণমূল দলের একনিষ্ঠ কর্মী ও নেতা খোকন বণিক এই সকল বিশিষ্ট ব্যাক্তিবৃন্দের উপস্থিতিতে প্রথম রাউন্ডের খেলা হয় ।১০ ওভারে ১৬৩রান করে জিতে যায় বীজপুর প্রশাসন। এই কালের সম্পাদক শোভনলাল রাহা,সমাচার সাতদিন সোনালী ব্যানার্জী,বীজপুর বার্তার দেবাশীষ রায়,শান্তনু আচার্য সি এন চ্যানেল প্রতিটি সংবাদমাধ্যমের সাংবাদিক গণ ও বীজপুর প্রশাসনের অফিসার ইনচার্জ কৃষ্ণেন্দু ঘোষ,এসিপি ওয়ান স্বপন দত্ত,দায়িত্ব প্রাপ্ত অফিসার তাপস ধারা প্রত্যেকে নিপুন ভাবে খেলায় অংশ গ্রহন করেন এই খেলায় শেষ মুহূর্তে১০ ওভারে সাংবাদিক একাদশ ৯০রান করে পরে বীজপুর প্রশাসন ৬ওভারের মাথায় জেতার জন্য ৯১ রান তুলে নেয়।বীজপুর পুলিশ একাদশের পক্ষে ব্যাটিং করে নজর কাড়েন কৃষ্ণেন্দু ঘোষ,অপরদিকে সাংবাদিক দের পক্ষ থেকে ব্যাটিং করে নজর কাড়েন অলোক ঘোষ।
সবমিলিয়ে খেলা প্রাঙ্গন জমে উঠেছিল প্রশাসন এবং সাংবাদিকদের মেলবন্ধনের এক রূপ ধরা পড়ল।