নিউজসুপার, তানিয়া কুন্ডু: :লোকসভা ভোট সম্পন্ন হলেও রাজনৈতিক সংঘাত অব্যাহত।
পাশাপাশি চলছে রাজনৈতিক লড়াইও,কোনো রাজনৈতিক দল বা দলের নেতৃত্ববৃন্দরাই নিজের জায়গা থেকে একচিলতেও জায়গা ছাড়তে নারাজ।প্রত্যেকেই নিজ নিজ স্বধর্মে অটুট রাখতে মরিয়া।
রাজ্যে শাসকদলের ক্ষমতা কায়েম হলেও বিরোধী দল তাদের রাজত্ব কায়েম করতে তৎপর।
তথাপি সমগ্র রাজ্যব্যাপী চলছে রাজনৈতিক প্রতিযোগিতা সেক্ষেত্রে বাদ নেই বীজপুর।
আগামী ১৪ ই জুন বীজপুরের মাটিতে সর্বপ্রথম পা রাখতে চলেছেন তৃণমূলের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্ভুক্ত মিলননগর এলাকার আদর্শ সংঘের ময়দানে।
মুখ্যমন্ত্রী পদার্পণ করার প্রাকমুহূর্তের প্রস্তুতি ও এলাকা পরিদর্শনে আজ উপস্থিত হয়েছিলেন,খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক,বিধান সভার মুখ্য সচেতক নির্মল ঘোষ,তৃণমূলের অন্যতম নেতৃত্ব তাপস রায় ও অন্যান্যরা।
তারা সকলে এসে প্রথমেই বীজপুরের যুব কনভেনর সুজিত দাস মহাশয়ের সাথে কুশল বিনিময় করেন তারপর এলাকা পরিদর্শন তদারকি করেন।উক্ত কার্যক্রমের মূল ভূমিকা বীজপুরের যুব কনভেনর সুজিত দাস ছিলেন।এছাড়াও সহযোগিতায় ছিলেন দলের কার্যকরী সভাপতি আলোরানী সরকার,দিলীপ ঘোষ ও বীজপুরের তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দরা।